সোনালী ব্যাংক রেমিট্যান্স রেট ২০২৩ । বাংলাদেশ ব্যাংকে রেমিট্যান্স ডলার রেট কত দেওয়া হয়?

সোনালী ব্যাংক হিসাব লিংক করার মাধ্যমে রেমিটেন্স আবসে বিকাশ বা নগদ একাউন্টে এবং মিলবে ২.৫% প্রনোদনাও – রেমিট্যান্স রেট ২০২৩

ব্যাংক রেমিটেন্স ডলার রেট কত? –গত ১ অক্টোবর ২০২২ থেকে কার্যকর হয়েছে।  প্রবাসী শ্রমিকরা দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সা দেবে ব্যাংক। এতদিন এই দর ছিল ১০৮ টাকা। এছাড়া বাণিজ্যিক রেমিট্যান্স ও রফতানি বিল নগদায়নের রেট প্রতি ডলার ৯৯ টাকায় রাখা হয়েছে। তরে রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংক দিচ্ছে প্রতি এক ডলারে ১০৮.২০ পয়সা। এছাড়াও ২.৫% প্রনোদনা হিসেবে অতিরিক্ত অর্থ প্রদান করছেন।

সোনালী ব্যাংকে টাকা পাঠালে ডলার রেট কত দেয়? সোনালী ব্যাংকের যে কোন শাখায় এবং বিকাশ ও নগদ একাউন্টে সোনালী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে রেমিট্যান্স পাঠালে আপনি পাচ্ছেন ডলার প্রতি ১১০.৭০ টাকা (২.৫০% সরকারি প্রণোদনাসহ) অর্থাৎ আপনি রেমিটেন্স রেট ১০৮.২০ পয়সা এবং প্রনোদনা পাবেন ২.৫০ পয়সা প্রতি ডলারে। যদি আপনি ২০০০ ডলার প্রেরণ করেন তবে ২০০০*১০৮.২০+২.৫% হারে ২,২১,৪০০ টাকা একাউন্টে অর্থ ক্রেডিট করা হবে।

সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। ফলে ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহক প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে দিনে-রাতে ২৪ ঘণ্টা লেনদেন করার আরো স্বাধীনতা পেলেন। এই সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট ও সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের তথ্য একই হতে হবে। লিংক স্থাপন হয়ে গেলে বিকাশ অ্যাপের “অ্যাড মানি” এর মাধ্যমে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং তা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন।

কোন চার্জ প্রযোজ্য হইবে কি? হ্যাঁ। এছাড়া ব্যাংকে না গিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের “ট্রান্সফার মানি” এর মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসেই নিতে পারবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।

সোনালী ব্যাংক প্রনোদনা সহ সর্বোচ্চ ডলার রেট প্রদান করছে / সোনালী ব্যাংকের যে কোন শাখায় টাকা পাঠালে ডলার রেট পাবেন ১১০.৭০ টাকা।

বিকাশ একাউন্ট ও সোনালী ব্যাংকের মধ্যে লেনদেন করতে উভয় একাউন্টের গ্রাহক এর জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, বিকাশ ও ব্যাংক একাউন্টে ব্যবহৃত মোবাইল নাম্বার একই হতে হবে। তথ্যে অমিল থাকলে উক্ত সেবা উপভোগ করা সম্ভব নয়।

Caption: Source of information

Bank Collection Remittance by Fiscal Year in Bangladesh । Monthly data of Wage earner’s remittance

Caption: Source of information

বর্তমানে রেমিট্যান্স প্রনোদনা হার কত?

২০২২-২০২৩ অর্থবছরের শুরু থেকেই প্রবাস আয় কিছুটা হ্রাস পেতে শুরু করায় বৈধ পথে প্রবাস আয় প্রেরণকে অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে আমরা এ খাতে প্রণোদনার হার দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করে চলতি বছরের জানুয়ারিতে ২ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করেছি। ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে বৈধ পথে রেমিট্যান্স আসলে মোট টাকার উপর ২.৫% রেমিট্যান্স প্রদান করা হয়। অর্থ ক্রেডিটের সাথেই এ রেট কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *