Bkash Pay Later Option । বিকাশে টাকা না থাকলেও বাকীতে কেনা কাটা করতে পারবেন?

বিকাশে কেনাকাটার ক্ষেত্রে আপনার বিকাশে টাকা না থাকলেও লোন নিয়ে কেনা কাটা করতে পারবেন এবং কিস্তিতে টাকা পরিশোধ করতে পারেন-অনেকটা ক্রেডিট কার্ডের মতই সুবিধা–Bkash Pay Later Option

টাকা ছাড়া কেনা কাটা? হ্যাঁ।– অনলাইনে পেমেন্ট করবেন কিন্তু আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স না থাকলেও চলবে। সিটি ব্যাংক ও বিকাশ নিয়ে এলো বিকাশ অ্যাপে পে-লেটার অপশন ব্যবহার করেই কিনতে পারবেন। বাংলাদেশে ক্যাশলেস পেমেন্ট দুনিয়ার নতুন দুয়ার খুললো পে-লেটার। এখন আপনার সুবিধামতো দেশজুড়ে ৬ লাখেরও বেশি বিকাশ মার্চেন্ট আউটলেটে পে-লেটার ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।  ৭ দিনের মধ্যে ইন্টারেস্ট ছাড়া সম্পূর্ণ পরিশোধ অথবা ৬টি সহজ মাসিক কিস্তিতে আপনার পেমেন্ট পরিশোধ করতে পারবেন।

সুদ ছাড়া কি লোন নেয়া যাবে? হ্যাঁ। ব্যালেন্স নিয়ে চিন্তা না করে এখনই পেমেন্ট করতে পারবেন। এখন পে-লেটার করুন আর ইন্টারেস্ট ছাড়া পরিশোধ করুন ৭ দিনে  এবং  ৭ দিনে সম্পূর্ণ পরিশোধে কোনো ইন্টারেস্ট নেই। শুরুতে কোনো টাকা পেমেন্ট করতে হবেনা এবং  ০.৫৭৫% প্রসেসিং ফি অন্যথায়, ৩ মাসে কিস্তিতে পরিশোধ করুন, ইন্টারেস্ট রেট ৯% p.a. বহন করতে হবে।

৬ মাস ধরে প্রডাক্টের টাকা পরিশোধ করা যাবে? হ্যাঁ। মাসে মাসে কিস্তিতে আপনার পেমেন্ট পরিশোধ করতে পারবে এবং আপনার হয়ে বিকাশ প্রডাক্টের পেমেন্ট করে দিবে। আপনি এখন পে-লেটার করুন আর ৬টি মাসিক কিস্তিতে পরিশোধ করুন। সম্পূর্ণ পরিশোধ করুন ৬টি মাসিক কিস্তিতে এবং পেমেন্টের সময় মোট পরিমাণের ২০% বিকাশ একাউন্টের ব্যালেন্স থেকে কেটে রাখা হবে। ০.৫৭৫% প্রসেসিং ফি এবং ইন্টারেস্ট রেট ৯% p.a. সুদ হার বহন করতে হবে।

বিকাশে পেমেন্ট লেটার সবাই উপভোগ করতে পারবেন? / না। সিটি ব্যাংক এআই রোবোট কর্তৃক নির্ধারিত ব্যক্তিগনই এ সুবিধা বিকাশে উপভোগ করা যাবে

৪০০ কোটি টাকা সিটি ব্যাংক সরকারি ফান্ড পেয়েছে মূলত এ টাকা হতেই ক্ষুদ্র ঋণ ও ক্রয় সুবিধা প্রদান করছে।

Bkash Pay Later Option । বিকাশে টাকা না থাকলেও বাকীতে কেনা কাটা করতে পারবেন?

Caption: Bkash Pay Later

বিকাশ পে লেটার । আগে ক্রয় করুন এবং পরে টাকা কিস্তিতে পরিশোধ করুন

  1. বিকাশ অ্যাপের পেমেন্ট অপশনে ট্যাপ করুন
  2. মার্চেন্ট কিউআর স্ক্যান করুন
  3. টাকার পরিমাণ দিয়ে উৎস হিসেবে পে-লেটার বেছে নিন
  4. আপনার পছন্দমতো পরিশোধের প্ল্যান বেছে নিন
  5. পরিশোধের প্ল্যান ও তার বিস্তারিত দেখে এগিয়ে যান।
  6. আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার দিন।
  7. পেমেন্ট সম্পন্ন করতে ট্যাপ করে ধরে রাখুন।
  8. ব্যাস! আপনার পেমেন্ট সফল হবে। আর পে লেটারের বিস্তারিত দেখতে লোন অপশনে ট্যাগ করুন।

পে লেইটার কিস্তিতে ক্রয়ের নিয়ম কি?

পে-লেটার এর মাধ্যমে পেমেন্ট করতে-বিকাশ অ্যাপে পেমেন্ট সিলেক্ট করুন। মার্চেন্টের কিউআর স্ক্যান করুন। ইন্টারেস্ট নেই ৭ দিনে পরিশোধে অথবা ৬ মাসে পরিশোধ – আপনার পছন্দমতো পরিশোধের প্ল্যান বেছে নিন। পরিশোধের প্ল্যানের বিস্তারিত দেখুন। বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন। ট্যাপ করে ধরে রাখলেই হয়ে যাবে আপনার পেমেন্ট এবং পরিশোধ করতে অ্যাপে লোন-এ ট্যাপ করে লোনের বিবরণী সিলেক্ট করুন। ব্যস ক্রয় প্রক্রিয়া শেষ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *