Sonali Bank Lakhpati DPS Scheme 2023। সোনালী লাখপতি ডিপোজিট স্কিম মাত্র ২ বছরে লাখপতি!

সোনালী ব্যাংক ১৭ রকমের ডিপিএস স্কিম চালু রেখেছে- এরই মধ্যে লাখপতি স্কিম অন্যতম – Sonali Bank Lakhpati DPS Scheme 2023

সোনালী ব্যাংক লাখপতি ডিপোজিট স্কীম কি? – সোনালী ব্যাংক দুই বা ৩ বছর মেয়াদী ডিপোজিট স্কিম খুলে লাখপতি হওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যদি ৪০০০ টাকা করে মাসিক কিস্তিতে মাত্র ২ বছর টাকা জমা করেন তবে ব্যাংক আপনাকে লাখ টাকা ফেরত দিবে।

মুনাফা কেমন দেয়? সোনালী লাখপতি স্কিমে ৬.৫% হারে আপনার টাকা বাড়তে থাকবে। মূল্যস্ফিতি সমন্বয় হবে মাত্র এতে টাকার বৃদ্ধি না হলেও হাতে রেখে জমা করার চেয়ে ভাল হবে। তাছাড়া অ্যাপের মাধ্যমে যেহেতু টাকা জমা দেয়া যায় তাই ব্যাংকে গিয়ে জমা দেয়ার ঝামেলা নেই। ৪০০০ টাকা হারে যদি আপনি ২৪ মাস অর্থ জমা করেন তবে মূল টাকা ৯৬০০০ টাকা জমা হবে। ৬.৫% হার সুদ যুক্ত করে মেয়াদ শেষে ১ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে।

২৬০০ টাকা লাখপতি স্কিম? হ্যাঁ। আপনি সোনালী ব্যাংক লাখপতি স্কিমে ২৬০০ টাকা হারে ৩ বছর অর্থাৎ ৩৬ মাস টাকা জমা রাখতে পারেন। এক্ষেত্রে এই ডিপিএস হিসাবে ২৬০০ টাকা হারে ৩৬ মাসে ৯৩৬০০ টাকা জমা হবে। মেয়াদ শেষে গ্রাহকগণ ১ লক্ষ টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে আয়কর রেয়াত পাওয়া যাবে এবং মেয়াদ শেষে আপনি পূর্ণ টাকা ফেরত পাবেন।

লাখপতি স্কিম যে কেউ খুলতে পারবে? / হ্যাঁ যে কোন নাগরিক দেশের যে কোন ব্রাঞ্চে লাখপতি স্কিম চালু করতে পারবেন

প্রতিটি ডিপিএস এর বিপরীতে আপনি যখন তখন জামানত বিহীন লোন পাবেন। লোনের ক্ষেত্রে আপনাকে প্রযোজ্য হারের সাথে ৩% যুক্ত করে উক্ত হারে সুদ প্রদান করতে হবে।

Caption: interest rates 2023 pdf download

সোনালী ব্যাংকে ডিপিএস একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে?

  1. ডিপিএস একাউন্ট ওপেনিং ফরম। অনলাইন ডাউনলোড অথবা ব্রাঞ্চে গিয়ে সংগ্রহ করতে পারবেন।
  2. একাউন্টধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
  3. NID কার্ড বা জাতীয় পরিচয়পত্রের কপি অথবা জন্ম নিবন্ধন সনদের কপি।
  4. ৫০০ টাকা ডিপোজিট করে আপনি সোনালী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে পারবেন। প্রতি মাসের যে কোন সময় ডিপিএস কিস্তি বা চাঁদা পরিশোধ করা যাবে।

ডিপিএস এর বিপরীতে লোন নেয়া যাবে?

হ্যাঁ। সোনালী লাখপতি ডিপোজিট স্কীম থাকলে জামানত বিহীন লোন নেয়া যাবে। এক্ষেত্রে ৯-১০% সুদ প্রদান করতে হবে। আপনার ডিপিএস রেট এর সাথে ৩% অতিরিক্ত যুক্ত হবে। তবে আপনি আপনার ডিপিএস এ জমাকৃত টাকার ৮০% পর্যন্ত লোন হিসেবে পারেন। ডিপিএস মেয়াদ ২ ও ৩ বছর হবে। সঞ্চয়ী স্কিমটির মাসিক কিস্তি ৪০০০ ও ২৬০০ টাকা কিস্তি হবে। পার্সোনাল লোনের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর এবং সর্বোচ্চ ঋন ২০ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।

৬.৫% এ লাভ কেমন আসলো?

স্কিমটিতে যে খুব বেশি লাভ পাবেন এমনটি নয়। বরং টাকাটা জমা হল এটিই। যেমন ৪০০০ টাকা হারে ২ বছর ৯৬ হাজার টাকা জমা হবে, পাবেন ১ লক্ষ অর্থাৎ মাত্র ৪০০০ টাকা মুনাফা পাবেন দুই বছরে। এখানে মুনাফাটি ক্রমবর্ধমান হারে প্রযোজ্য হইবে। যেহেতু একই এমাউন্ট সারা বছর ধরে খাটেনি তাই সরল হারে প্রযোজ্য হইবে না।

Sonali Bank Tangail Branch Address, Mobile No & Routing Number । টাঙ্গাইল জেলার সোনালী ব্যাংকের ব্রাঞ্চ ঠিকানা, রাউটিং নম্বর এবং সুইফটকোড দেখুন

Sonali Bank Swift Code । সোনালী ব্যাংক শাখা সুইফট কোড দেখুন

Sonali Bank Online charges । সোনালী ব্যাংক এক শাখা হতে অন্য শাখায় টাকা পাঠাতে খরচ কত?

সোনালী ব্যাংক ৩ বছর মেয়াদী FDR । লাখে কত টাকা মুনাফা পাওয়া যাবে? সোনালী ব্যাংক এফ ডি আর ২০২৩ । ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল? Sonali Bank Millionaire Scheme । ১৯৬০ টাকায় সোনালী ব্যাংকে মিলিয়নিয়ার স্কিম খুলুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *