Monthly Deposit Scheme – Your familiar Time Deposit Account – now with more safety and return ! ‘MDS Account’ is the account where you can deposit your money in installment with full confidence. It’s an account tailor-made to provide you a very good return for different tenure – making it the classic choice for you. You can deposit here in a single or joint name.

মাসিক সঞ্চয় করা মানসিকতা থাকতে হবে এবং এই মানসিকতাকে বাস্তবে রূপ দিতে কোন কোন ব্যাংকের সঞ্চয় স্কিমে আপনাকে যুক্ত থাকতে হবে। আপনার যদি উত্তরা ব্যাংকে একটি ব্যাংক হিসাব থেকে থাকে তবে আপনি আপনার আর্থিক নিরাপত্তার অংশ হিসাবে প্র্রতিমাসে আপনার আয় হতে কিছু টাকা সঞ্চয় করতে পারেন।

উত্তরা ব্যাংকে যদি আপনি একটি ডিপিএস বা মাসিক সঞ্চয় করতে চান তবে আপনাকে আলাদা কোন ব্যাংক হিসাব খুলতে হবে না। তবে এই সঞ্চয় স্কিমটি আপনি চালু করতে হলে আপনার বয়স মিনিমাম ১৮ বছর হতে এবং বাংলাদেশী নাগরিক হতে হবে।

মাসিক সঞ্চয় স্কীম / ব্যবসা বা চাকরি যাই করেন না কেন প্রতিমাসে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।

কি পরিমান অর্থ জমা করা যাবে বা ন্যূনতম কত টাকা প্রতি মাসে সঞ্চয় করা যাবে? সঞ্চয় স্কিম তালিকা ২০২২

MDS

Caption: The payable amount might be changed; Govt. Tax/Duty would be paid by the client. মুনাফা প্রদানের ক্ষেত্রে ট্যাক্স এবং আবগারি শুল্ক কর্তন করা হবে।

উত্তরা ব্যাংক সঞ্চয়ী মাসিক ডিপিএস এর ফিচারগুলো কি কি?

  1. প্রথমত কোন হিসাব খুলতে হবে না।
  2. মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেও ভাঙ্গা যাবে। শর্ত সাপেক্ষে।
  3. প্রতিমাসে ৫০০ থেকে তালিকা মোতাবেক ৩০০০০ টাকা পর্যন্ত জমা করা যাবে।
  4. মেয়াদ ৫ থেকে ১০ বছর হবে।
  5. কোন মেইনটেইন চার্জ কাটা হবে না।
  6. চার্ট মোতাবেক ম্যাচুরিটি হবে। সুদের হার পরিবর্তন হলেও ম্যাচুরিটি এমাউন্ট ঠিক থাকবে।
  7. এটির বিপরীতে আপনি লোন নিতে পারবেন। (এক বছর পরে)

ডিপিএস স্কিমটি চালু করতে কি কি ডকুমেন্ট লাগবে?

মাসিক সঞ্চয়ী স্কিম-আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। যা ব্যাংক কর্তৃক প্রদান করা হবে। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত হতে হবে ঐ ব্যাংকে একাউন্ট আছে এমন কারও মাধ্যমে। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ১ টি ফটোকপি।

সূত্র: উত্তরা ব্যাংক লিমিটেড